চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৯তম ব্যাচের প্রথম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) নগরের গোলপাহাড় মোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলনে দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আড্ডায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি রাশেদ এইচ চৌধুরী অতীতের মতো সামনের দিনগুলোতেও সবাইকে ব্যাচের সব ভালো পদক্ষেপ ও অনুষ্ঠান সার্থক করে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
পিডি/টিসি