চট্টগ্রাম: দুবাই থেকে আসা নুরুল আমিন নামের এক যাত্রীকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং এলাকায় হারানো পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাউজানের দলইনগরের ওই যাত্রী মায়ের জানাজায় অংশ নিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসেছিলেন মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তার ব্যাগেজ নিয়ে টারমিনাল থেকে বের হয়ে যাত্রী পার্কিং এলাকায় এসে চটজলদি গাড়িতে ওঠেন।
বুধবার (১২ মার্চ) সকাল ৮টা পর্যন্ত বিষয়টি তিনি জানতেন না। ডিউটিরত অত্র বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমের টহল টিম পাসপোর্ট তিনটি পার্কিং এলাকায় ট্ৰলিতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে ইব্রাহিম যাত্রী নুরুল আমিনের পাসপোর্টে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে সেটি বন্ধ পান। এরপর তিনটি পাসপোর্টের অপর একটিতে থাকা আরেকটি নম্বরে তিনি যোগাযোগ করলে যাত্রীর ভাবি কল রিসিভ করেন। সহকারী নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিম যাত্রী নুরুল আমিনকে বিমানবন্দরে এসে তার পাসপোর্ট বুঝে নেওয়ার অনুরোধ জানান।
এরপর নুরুল আমিন বিমানবন্দরে এসে দুপুর সাড়ে ১২টায় নিরাপত্তা শাখায় যোগাযোগ করলে তাকে নিরাপত্তা প্রহরী অফিসে এনে পাসপোর্ট তিনটি বুঝিয়ে দেওয়া হয়। পাসপোর্ট হাতে পেয়ে নুরুল আমিন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এ ধরনের যাত্রীবান্ধব সেবা যেন সব সময় চালু থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এআর/পিডি/টিসি