চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. তারেক হাসান জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, তারেক হাসান জুয়েল শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ড মাওলানা আহসান উল্লাহ বাড়ির অ্যাডভোকেট জিএম মো. হারুনের ছেলে।
জুয়েল কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআই/টিসি