চট্টগ্রাম: বন্দরের বহির্নোঙরে নোঙর করা ট্যাংকারের সঙ্গে একটি কনটেইনার জাহাজের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে বহির্নোঙরে ট্যাংকার ‘MT RHINE’ এর সঙ্গে কনটেইনারবাহী জাহাজ ‘YOUNG YUE -11’ এর সংঘর্ষ হয়।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্রুততার সাথে টাগ ভেসেল কাণ্ডারী-৪ ও ১০, বিএলভি লুসাই ও পাইলট ভেসেল ঘটনাস্থলে পাঠায়।
বর্তমানে বহির্নোঙরসহ চ্যানেলে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পন্ন হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এআর/টিসি