চট্টগ্রাম: বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (১৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহ’র ছেলে।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে একজন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিল- আমাকে বাঁচান, আমাকে বাঁচান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ডোম পাড়া সংলগ্ন বেড়িবাঁধ থেকে ১৯ বছর বয়সী জাহেদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
বিই/টিসি