ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশা চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশা চালকের মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (১৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহ’র ছেলে।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।  

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে একজন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিল- আমাকে বাঁচান, আমাকে বাঁচান।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালক এক হাত দিয়ে বুকে ধরে রেখেছে। কী হয়েছে জানতে চাইলে সে বলতে থাকে, ‘আমি অটোরিকশা চালক, আমাকে বাঁচান, হাসপাতালে নিয়ে চলেন। আমাকে ছুরি মেরেছে। ’ জলদী থেকে ভাড়া নিয়ে ওই জায়গায় এসেছে বলতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ডোম পাড়া সংলগ্ন বেড়িবাঁধ থেকে ১৯ বছর বয়সী জাহেদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।