চট্টগ্রাম: নগরের কোতোয়ালী, রাউজান থানাসহ বিভিন্ন থানার চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৫টি মামলার পলাতক আসামি মো.ফারুক প্রকাশ তারেককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
তিনি রাউজানের লাম্বুরহাট এলাকার সওদাগর পাড়ার মৃত নুরুল আলমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৫টি মামলার পলাতক আসামি মো.ফারুক প্রকাশ তারেক নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে তারেক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আইনশৃংখলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৩ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।
তারেকের বিরুদ্ধে নগরের কোতোয়ালী, রাউজান ও মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৫টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এমআই/টিসি