ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আয় ও ব্যয়ের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে: শাহজাহান চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আয় ও ব্যয়ের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে: শাহজাহান চৌধুরী ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের আমানতদারিতা রক্ষার ক্ষেত্রে কঠোর হতে হবে। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) নগর জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমী মিলনায়তনে অডিট ২০২৪ এর অগ্রগতি পর্যালোচনা ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ইসলামে অহেতুক প্রদর্শনেচ্ছা করা নিষেধ রয়েছে।

ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের আয় ও ব্যয়ের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে।  

নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোছাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, আবু বকর সিদ্দিক, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী, মাওলান জাকের হোসাইন, হামেদ হাসান এলাহী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।