চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ইয়ংওয়ান কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নগরের জামালখানে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে
দুই প্রতিষ্ঠান আগামী দিনে যৌথ সহযোগিতার মাধ্যমে শিল্পায়নের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা, কারিকুলাম উন্নয়নে সহায়তা, স্কলারশীপ এবং শিক্ষার্থীদের ইন্টার্ণশীপের সুবিধা, সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও কোরিয়ার অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণাসহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অভিপ্রায়ে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।
সিআইইউ’র উপাচার্য আধ্যাপক ড. এমএম নুরুল আবসার এবং ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও মিঃ কিহাক সুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্মাক্ষর করেন।
এ সময় অনুষ্ঠানে সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক, ইয়ংওয়ান গ্রুপ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহীনুর রহমান, কেইপিজেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এই যৌথ সমঝোতা স্মারক বাংলাদেশের প্রেক্ষিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
পিডি/টিসি