ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগকর্মী আটক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
চবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগকর্মী আটক ছাত্রলীগকর্মী সাজ্জাদ হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেন। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে চবি শিক্ষার্থী হৃদয় তরুয়ার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে তাকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।  

আটক সাজ্জাদ হোসেন চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলেন, সাজ্জাদ নিজ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে জুলাই আন্দোলনের সময় নানা ভাবে শিক্ষার্থীদের হুমকি দিতো। ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে ক্যাম্পাসে দেখতে চাই না। সে আজ ষষ্ঠ পরীক্ষা দিতে এসেছে, কিভাবে একজন হত্যাকারী ইতোপূর্বে পাঁচটি পরীক্ষা দিয়েছে? আমরা এই হত্যাকারীর ছাত্রত্ব বাতিল চাই।

রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের   শিক্ষার্থী আবদুল্লাহ হাজারী বলেন, জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর সে হামলা করেছে। অনলাইনের মাধ্যমে নানাভাবে শিক্ষার্থীদের হুমকি দিয়েছে। আমরা এই হামলাকারীকে আর চবি ক্যাম্পাসে দেখতে চাইনা। প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।  

ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, সাজ্জাদ হোসেন নামের ছাত্রলীগ নেতা আমার ডিপার্টমেন্টের ছোট ভাই হৃদয় তরুয়াকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলো। এমন সন্ত্রাসীকে ক্যাম্পাসে দেখে আমরা বিস্মিত। এদের এখনো বিচার না হওয়া প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে।

আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমী বলেন, আমরা তার ফোন চেক করে জানতে পারি যে, সে এখনো ৪টি ফেসবুক ফেইক আইডি দিয়ে হুমকি এবং উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছে। হতে পারে চবিতে সাম্প্রতিক সময়ে যে গুপ্ত হামলা হয়েছে তার সঙ্গেও এরাই জড়িত।  

রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা না থাকায় আমরা তার পরীক্ষার সুযোগ করে দেই। আমরা তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে দিয়েছি। যে কেউ যেকোনো আদর্শ ধারণ করতে পারে। আমাদের তার বিরুদ্ধে লিখিত নির্দেশনা দিলে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতাম না।

চবি প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক ছাত্রকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাকে হস্তান্তর করেছি, এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

হাটহাজারী থানার ওসি (ভারপ্রাপ্ত) কাউসার  বলেন, আমাদের কাছে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।