চট্টগ্রাম: বন্দরনগরীর ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য পবিত্র রমজান স্বস্তিদায়ক করতে নানা প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সিএমপি, চট্টগ্রাম ওয়াসা, পিডিবি এবং কেজিডিসিএল।
রমজানে নগরের যানজট সহনীয় পর্যায়ে রাখতে তিন স্তরের ট্রাফিক ব্যবস্থা থাকবে।
রমজান ঘিরে ৪টি কন্ট্রোল রুম ও ৭টি ভিজিলেন্স টিম গঠন করেছে চট্টগ্রাম ওয়াসা। চাহিদা মেটাতে শোধনাগার প্রকল্পে পানি উৎপাদন ছাড়াও ৪০টির মতো গভীর নলকূপ চালু রয়েছে। এছাড়া আরও ১৫টি গভীর নলকূপ প্রস্তুত রাখা হয়েছে।
সেহরি ও ইফতারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে পিডিবি। এজন্য প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মেরামত করা হয়েছে ট্রান্সফরমার, ফিডার।
কেজিডিসিএল’র কর্মকর্তারা জানান, চট্টগ্রামে আবাসিক খাতে গ্যাসের ক্রাইসিস দেখা দেওয়ার সম্ভাবনা নেই। ফলে রান্নায় গ্যাসের ভোগান্তি থাকবে না। গ্রাহকরা নিরবচ্ছিন্ন গ্যাস পাবেন।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
বিই/টিসি