ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইন কর্মকর্তা হলেন সাউদার্ন ইউনিভার্সিটির ৩২ সাবেক শিক্ষার্থী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
আইন কর্মকর্তা হলেন সাউদার্ন ইউনিভার্সিটির ৩২ সাবেক শিক্ষার্থী  বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী।

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের ৩২ জন সাবেক শিক্ষার্থী সরকারি আইন কর্মকর্তা (পিপি, অ্যাডিশনাল পিপি, এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

সম্প্রতি সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। গেস্ট অব অনার ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

এছাড়া আইন বিভাগের শিক্ষক, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিভাগীয় শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান তাঁর বক্তব্যে শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিয়ে আলোচনা করেন। ব্যারিস্টার ওসমান চৌধুরী নবনিযুক্ত আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইন শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।  

চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।  

আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।