ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় মামলা

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার জামালখান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম শামসুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে।  

বুধবার (১৫ মার্চ) রাত আটটা থেকে রাত সোয়া বারটার মধ্যে চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মার্চ) কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে ফুটপাতে হিরো গ্ল্যামার ১২৫ সিসি মডেলের (ঢাকা মেট্রো-হ-৫৭-৩৬৮৩) মোটরসাইকেল রেখে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অফিসে যান সিইউজে সারাধরণ সম্পাদক।

পরে অফিসে কাজ শেষে মোটরসাইকেল পার্কিংয়ের স্থানে আসলে দেখেন মোটরসাইকেল নেই। সেখানে থাকা সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাতে দেখা যায় একজন অজ্ঞাত পরিচয়ের চোর মোটরসাইকেল চুরি করে ও সহযোগীসহ চালিয়ে নিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।