ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫ টাকায় ছোট আনারস স্টেশন রোডের আড়তে

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
৫ টাকায় ছোট আনারস স্টেশন রোডের আড়তে

চট্টগ্রাম: রাঙামাটির মিষ্টি আনারসের সরবরাহ বেড়েছে নগরের আড়তগুলোতে। ট্রাকে ট্রাকে আসছে ছোট-বড় আনারস।

পাইকারিতে ছোট আনারস ৫ টাকা বিক্রি হচ্ছে। একটু বড় সাইজের আনারস ১০-১২ টাকা।
বেশি বড় আনারস ২০-৩৫ টাকা। বিভিন্ন প্রান্ত থেকে আসা খুচরা বিক্রেতারা প্রতি শ’ হিসেবে কিনে বস্তা, রিকশাভ্যানে ভরে নিয়ে যাচ্ছেন।   

সরেজমিন বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নগরের স্টেশন রোডের বেশ কিছু আনারসের আড়তে এমন চিত্র দেখা গেছে। শুধু আড়ত নয়, সড়কের ওপরও ছিল আনারসের স্তূপ।  

মেসার্স মাটিরাঙা ফার্মের বিক্রয়কর্মী বাংলানিউজকে বলেন, প্রতিদিনই প্রচুর আনারস আসছে। হলদে রং ধরলেই চাষিরা বাগান থেকে আনারস কেটে নেন। এসব আনারস ছোট হলেও বেশি মিষ্টি। চট্টগ্রামে এ ধরনের আনারসের প্রচুর চাহিদা রয়েছে।  

মেসার্স রূপসী বাংলা ফার্মের মালিক মাহবুবুল রহমান খান বাংলানিউজকে জানান, রাঙামাটির সব উপজেলাতেই আনারস চাষ হচ্ছে। নানিয়ার চর আনারসের জন্য বিখ্যাত। একটি বড় ট্রাকে ১৮-১৯ হাজার আনারস আসে। ছোট ট্রাকে ৮-৯ হাজার আনারস আসে। প্রতিটি আনারসে গাড়িভাড়া, লাইন খরচ, চাঁদা মিলে আড়াই-তিন টাকা পড়তা পড়ে। পচনশীল পণ্য হওয়ায় আমরা সীমিত লাভে আনারস বেচে দিই।  

তিনি জানান, আনারসের মৌসুম জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে। আশাকরি, রমজানে প্রচুর আনারস আসবে। এতে রোজাদারদের জন্য সুবিধা হবে।  
 
আনারস কিনতে আসা আজিজুল করিম জানান, এখন নিয়মিতই আনারস বিক্রি করছেন তিনি। ছোট-বড় মিলিয়ে আনারস কেনেন তিনি। যারা আনারস খেতে পছন্দ করে তাদের চেহারা দেখলেই চিনতে পারেন তিনি। আনারস কাটার ঝামেলা রোধে গ্রাহকদের তিনি নিজেই কেটে পরিষ্কার করে পলিথিনে ভরে দেন।  

কেউ আনারস কেটে টুকরা টুকরা করে লবণ, মরিচ দিয়ে মোড়ে মোড়ে বিক্রি করেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।