ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকচাপায় প্রাণ গেলো তরুণীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
ট্রাকচাপায় প্রাণ গেলো তরুণীর

চট্টগ্রাম: হাটহাজারীতে ট্রাকচাপায় সাথী আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে পশ্চিমে সফর আলী সড়কের রেল লাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সাথী আক্তার মির্জাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের মেয়ে।

হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফয়সাল বাংলানিউজকে বলেন, মোটরসাইকেলে আরোহী ছিলেন ভাই-বোন।

এসময় বিপরীতে দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী সাথী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও নিহত তরুণীর ভাইকে অজ্ঞান অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।