চট্টগ্রাম: নগরবাসীর কর প্রদান সহজতর করতে দামপাড়ার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচতলায় কর মেলা-২০২৫ আয়োজন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সকাল ১০টা থেকে বিকেল ৩টা দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে মেলা সম্পন্ন হবে।
এ মেলা চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-০১ ও রাজস্ব সার্কেল-০৫-এর আওতাধীন এলাকাবাসীর জন্য নির্ধারিত হয়েছে। করদাতারা ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং কর পরিশোধসহ বিভিন্ন সেবার সুবিধা পাবেন।
সার্কেল-০১ এর আওতাধীন ওয়ার্ড ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী, ২ নম্বর জালালাবাদ, ৩ নম্বর পাঁচলাইশ, ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৮ নম্বর শুলকবহর এবং রাজস্ব সার্কেল-০৫ এর আওতাধীন ওয়ার্ড ১৪ নম্বর লালখান বাজার, ১৫ নম্বর বাগমনিরাম, ২১ নম্বর জামালখান, ২২ নম্বর এনায়েত বাজার, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী, ২৮ নম্বর পাঠানটুলী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এক বিবৃতিতে করদাতাদের যথাসময়ে কর মেলায় উপস্থিত থেকে নিজেদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
মেলায় শতভাগ সারচার্জ ছাড়া হালনাগাদ হোল্ডিং কর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে, হোল্ডিংগুলোর অনিষ্পত্তি আপিল নোটিশ প্রাপ্তি সাপেক্ষে সহনীয় পর্যায়ে হোল্ডিং কর চূড়ান্ত করা যাবে এবং হোল্ডিং কর/ফি পরিশোধের পদ্ধতি ও পরিশোধের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের আয়োজন থাকবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এআর/টিসি