ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবের ডিপোতে নানা অনিয়ম, দুই লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
সাবের ডিপোতে নানা অনিয়ম, দুই লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নগরের কালুরঘাট এলাকার হাজী সাবের কন্টেইনার ডিপোতে নানা অনিয়মের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে কালুরঘাট ভারী শিল্প এলাকায় হাজী সাবের টিম্বার কোম্পানিতে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্সের নামের সঙ্গে ব্যবসার ধরনের কোনও মিল নেই।

টিম্বার কোম্পানি হিসাবে লাইসেন্স থাকলেও সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এটি একটি কন্টেইনার ডিপো। ফায়ারের লাইসেন্সের মেয়াদ ২০২১ সালের ২১ জুন শেষ হলেও বিএম ডিপোর অগ্নি দুর্ঘটনার আগে কর্তৃপক্ষের টনক নড়েনি। গত বছরের ৭ জুন একসঙ্গে দুই বছরের লাইসেন্সের জন্য আবেদন করে ডিপো কর্তৃপক্ষ। কিন্তু পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় এবং সেফটি প্ল্যান না থাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ লাইসেন্সের নবায়ন স্থগিত রাখে। ডিপোর ভিতরে গিয়ে দেখা যায়, একটি খালি কন্টেইনারে অবৈধভাবে প্রায় ২০০ ড্রাম ডিজেল মজুদ করা হয়েছে। ড্রামগুলোর বেশ কয়েকটির মুখ খোলা এবং পাশেই পড়ে রয়েছে প্রচুর সিগারেটের ছাই ও অবশিষ্টাংশ। ডিপোতে নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। এছাড়া গত ১৪ বছর ডিপো চালনা করলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটি ব্যবস্থা নেয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ২০ একরের এই ডিপোতে প্রায় ১৫০০ কন্টেইনার থাকার কথা থাকলেও ছিল মাত্র ৩৫টি; যার বেশিরভাগই অকেজো। ডিপোতে ১০০ জন কর্মচারী থাকলেও ফায়ারের প্রশিক্ষণ রয়েছে মাত্র ৪ জনের যদিও তাদের কেউই ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করতে জানেন না। ডিপোতে ছিল না কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর থেকে পাস করা কোনও লে আউট প্ল্যান। এসকল অনিয়মের অভিযোগে ডিপোর এজিএম মো. এনামুল হককে ২ লাখ টাকা জরিমানা এবং আগামী এক মাসের মধ্যে যাবতীয় ত্রুটি সংশোধনের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, যাদের ফায়ার লাইসেন্স নাই বা লাইসেন্স থাকলেও ত্রুটি-বিচ্যুতির কারণে মানুষের প্রাণহানি ঘটতে পারে তাদের বিষয়ে কোনও ছাড় নেই। বিএম ডিপোর মত ঘটনা আর যেন এই চট্টগ্রামে না ঘটে সেজন্য জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।