ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব সাকিব আল হাসান। ছবি: শোয়েব মিথুন

মিরপুরের হোম অব ক্রিকেটের সামনে সাংবাদিকদের অপেক্ষা সাকিব আল হাসানের জন্য। সকাল ৯টায় ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের ফিটনেস টেস্ট দিতে আসার কথা।

 

ঘড়ির কাঁটা সকাল সাড়ে ৯টা ছুঁইছুই। মিরপুরের মাঠে সাকিবের পদচারণা। ৩৭৬ দিন পর বিশ্বসেরা অলরাউন্ডারে মিরপুরে আগমন। এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল পুরো দেশের ক্রিকেট।

সাকিব আল হাসান।  ছবি: শোয়েব মিথুন

গেল বছর ২৯ অক্টোবর রাতে নিষিদ্ধ হওয়ার পর মিরপুরের হোম অব ক্রিকেট ছেড়েছিলেন সাকিব। সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নিতে সাকিবের আগমন।  

সাকিব আল হাসান।  ছবি: শোয়েব মিথুন

সবার আগেই দেশসেরা অলরাউন্ডার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরে ইনডোরে সময় কাটান। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে ঢোকেন তিনি। কিছুক্ষণ জিম করেই আবার বেরিয়ে যান তিনি।
 
চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।