ওয়ানডে সিরিজে গত মাসে বল হাতে আলো ছড়িয়েছিলেন পাকিস্তানের হারিস রউফ। তার পুরস্কারও পেলেন তিনি।
আজ আইসিসি নিজেদের ওয়েবসাইটে নভেম্বরের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। মাসটি জুড়ে হারিস রউফ ৬টি ওয়ানডে খেলেছেন। সবমিলিয়ে পেয়েছেন ১৩ উইকেট। আর ৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের সিরিজজয়ে রাখেন বড় অবদান। সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।
এদিকে গত মাসে মেয়েদের সেরার স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের ওয়াট হজ। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের শারমিন আক্তার ও দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ককে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরইউ