ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ বদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ বদল

সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারও আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এবার লড়াই ধবলধোলাই এড়ানোর।

সেই লক্ষ্যে একাদশে ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিম হাসান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।   বদল এসেছে ওয়েস্ট ইন্ডিজ একাদশে। অভিষেক হচ্ছে আমির জাঙ্গো ও জেডিয়া ব্লেডসের।

বাংলাদেশ একাদশ :  তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আমির জাঙ্গো, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, জেডিয়াল ব্লেডস।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।