ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব যেকোনো সময় খেলতে প্রস্তুত: শৈশবের কোচ সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
সাকিব যেকোনো সময় খেলতে প্রস্তুত: শৈশবের কোচ সালাউদ্দিন

এক বছরের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মুক্ত হলেন সাকিব আল হাসান। ফলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে তারকা এ অলরাউন্ডারের এখন আর কোনো বাধা রইল না।

এর আগে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন তিনি।

দীর্ঘ এক বছর পর সাকিবের ফিরে আসাটাকে স্বাগত জানালেও তার ফর্ম নিয়ে কিছুটা চিন্তিত জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাকিবের ওপর বেশ আত্মবিশ্বাসী। তিনি জানান, ৩৩ বছর বয়সী সাকিব দীর্ঘ সময় পর ফিরলেও তার ভেতর ক্রিকেটের খিদে আছে ও পারর্ফম করতে তিনি বেশি সময় নেবেন না।

সাকিব ফিরে আসাতে অবশ্য পুরো দেশবাসীই খুশি। তবে চিন্তার বিষয় থেকেই যায়, যে এতটা লম্বা বিরতির পর ফিরে তিনি কি আগের ফর্ম দেখাতে পারবেন। এ ব্যাপারে ক্রিকবাজে নান্নু বলেন, ‘আমাদের দলে সাকিব ফিরে আসায় আমরা সবাই রোমাঞ্চিত, তবে একই সময় আপনি আশা করতে পারেন না তার দ্বারা বিস্ময়কর কিছু ঘটবে। তাকে আমরা স্বাগতম জানাই ও ঘরোয়া খেলায় সে শুরু করুক, যাতে করে প্রতিযোগিতামূলক ম্যাচের সঙ্গে মানিয়ে নিতে পারবে। এটা বিবেচনায় রাখতে হবে, সে লম্বা একটা সময় ক্রিকেটের বাইরে ছিল। আমাদের উচিৎ তার প্রতি সহিষ্ণু হওয়া ও তাকে সময় দেওয়া। তবে সে খুবই অভিজ্ঞ খেলোয়াড়, ফলে ঠিক ট্র্যাকে ফিরতে সে খুব বেশি সময় নেবে না। ’

সাকিবকে বিশ্বের সেরা অলরাউন্ডার মানা হয়। তবে বাংলাদেশ কোচ ডমিঙ্গো তার প্রতি সবার ধৈর্য রাখতে বলেছেন। ‘সে এসেই ভালো পারফর্ম করলো ও অবিশ্বাস্য কিছু করে দেখাল, এমনটি আপনি আশা করতে পারেন না।  আপনার তার প্রতি বিশ্বাস রাখতে হবে। সে একছর ক্রিকেটের বাইরে। সে খেলতে চায়। সে বিশ্বের সেরা অলরাউন্ডার। তবে অবশ্যই তাকে পথ খুঁজে বের করতে হবে। বোলিং মেশিনে ব্যাট করা ও থ্রো বলে ব্যাট করার মাঝে অনেক তফাত আছে। ১৪০ কিলোমিটার বল মোকাবিলায় অন্যরকম চাপ থাকে। আত্মবিশ্বাস ফিরে আসার জন্যও তার সময় দরকার। ’

ডোমিঙ্গো অথবা নান্নু যাই বলুক না কেন, সালাউদ্দিন অথবা নাজমুল আবেদীন থেকে সাকিবকে কেউই বেশি চেনার কথা না। এই দুজনই সাকিবের শৈশবের কোচ। সম্প্রতি সালাউদ্দিনের অধীনে ব্যক্তিগত অনুশীলন করা সাকিব সম্পর্কে এই কোচ ক্রিকবাজে বলেন, ‘সে যেকোনো সময় খেলতে প্রস্তুত। ’

‘অনুশীলনে অনেক ঘটনা ঘটেছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে সে অনুশীলনে কখনো গাফলতি করে না। সে ভাবতে পারে ট্র্যাকে ফেরার জন্য তার কয়েকটি ম্যাচ দরকার। তবে আমি এভাবে চিন্তা করি না। আমি মনেকরি সে ক্রিকেটটা খুব ভালো বোঝে এবং সে ক্রিকেট নিয়েই চিন্তা করে। এটা তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। ’

করোনা ভাইরাস শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন সাকিব। সেখানে পাঁচ মাস থেকে তিনি গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন। তিন দিন পর বিকেএসপিতে গণমাধ্যমে আড়ালে তিনি ব্যক্তিগত অনুশীলন শুরু করেন। তার এই অনুশীলনটা ছিল মূলত বাংলাদেশের শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে। তবে নানা ঝামেলায় এই সিরিজটি বাতিল হওয়ায় চার সপ্তাহ পর অনুশীলন বন্ধ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।