ফাইনালে যাওয়ার দৌড়ে মাঠে নেমে ব্যর্থ হন টপ অর্ডাররা। তবে এই ধাক্কা সামলে বিধ্বংসী ইনিংস খেললেন শিমরন হেটমায়ার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স।
টস হেরে আগে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট বিলিয়ে দেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ বলে ২ রান করেন তিনি। এদিন ব্যাট হাতে লড়তে পারেননি নাঈম শেখও। ১৯ বলে ২২ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হন তিনি। তিনে নেমে ডাক মারেন অ্যালেক্স রস। চারে নামা আফিফের ব্যাট থেকে আসে ৮ রান।
পঞ্চম উইকেটে জুটি গড়েন হেটমায়ার ও অঙ্কন। ৫০ বলে তারা গড়েন ৭৩ রানের জুটি। অঙ্কনকে ৪১ রানে বিদায় করে জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। তবে ২৯ বলে পঞ্চাশ হাকানো হেটমায়ার লড়তে থাকেন ব্যাট হাতে। যদিও ৬৩ রানের বেশি করতে পারেননি ক্যারিবীয় এই ব্যাটার। তার ৩৩ বলের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছক্কায়। শেষদিকে ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার।
চিটাগংয়ের পক্ষে দুটি উইকেট নেন বিনুরা ফার্নান্দো। একটি করে পান শরিফুল, আলিস আল ইসলাম, খালেদ ও আরাফাত সানি।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
আরইউ