গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে তাণ্ডব চালান অভিষেক শর্মা। চার-ছক্কার বিধ্বংসী ইনিংসে গড়েন দারুণ এক রেকর্ড।
আজ র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে ৩৮ ধাপ এগিয়েছেন অভিষেক। ১৩ ছক্কা ও ৭ চারে ৫৪ বলে ১৩৫ রানের ইনিংসে খেলে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন তিনি। ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। এই তালিকায় ৮৫৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিনে আছেন তীলক ভর্মা।
ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে হার্দিক পান্ডিয়ারও। ৫ ধাপ এগিয়ে তিনি রয়েছেন ৫১তম স্থানে। ৩৮ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে শিভাম দুবে। ইংল্যান্ডের হয়ে ৩ ধাপ এগিয়েছেন হ্যারি ব্রুক। আছেন ৪২তম স্থানে। আর বোলারদের মধ্যে শীর্ষস্থান হারিয়েছে ইংলিশ স্পিনার আদিল রাশিদ। দুইয়ে নেমে গেছেন তিনি। শীর্ষস্তানে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।
বোলারদের মধ্যে উন্নতি হয়েছে বরুণ চক্রবর্তীর। ভারতীয় এই স্পিনার এগিয়েছেন চার ধাপ। আছেন যৌথভাবে দুই নম্বরে। ভারতের রবি বিষ্ণই এগিয়েছেন চার ধাপ। আছেন ষষ্ঠ স্থানে। এছাড়া উন্নতি হয়েছে ইংলিশ পেসার সাকিব মাহমুদের। ২৮ ধাপ এগিয়ে তিনি আছেন ৫৭ নম্বরে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
আরইউ