কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক এর সঙ্গে ক্রেডিট কার্ডের সুবিধাপ্রাপ্ত অফার এবং
পরিষেবা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: আবদুল কাইয়ুম খান চুক্তিতে সই করেন হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওয়াহাবসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। আয়োজকেরা বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সকল পণ্যে ১০% ক্যাশব্যাক; প্রতি বিলিং সাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০,২০২৫
এমএম