নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে হয়ে গেল পিঠা উৎসব।
বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি কে নতুন জন্মে র কাছে তুলে ধরতে ‘পিঠা উৎসব ১৪৩১’ শিরোনামে গত গত ১৮ ফেব্রুয়ারি এই উৎসব আয়োজিত হয়।
উৎসবের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী। এই আয়োজনের মাধম্যে গ্রাম-বাংলার সংস্কৃতি ঐতিহ্য পিঠাপুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ফ্যাকাল্টি, স্টাফ মেমবার্স এবং অন্যান্য সদস্যরা পিঠার স্টল স্থাপন করেন। স্টল গুলোতে ছিলো বাংলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার বিপুল সমাহার যা সবাই আনন্দের সঙ্গে উপভোগ করে। উৎসবের মূল উদ্দেশ্য ছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেওয়া এবং সেই সঙ্গে সংস্কৃতি সংরক্ষণে সহায়তা করা।
ক্লুবের নির্বাহী বোর্ডের সদস্য ও হেড অফ মিডিয়া আন্ড কমিউনিকেশন মোহাম্মদ সাফিন আল ওয়ালিদ বলেন, আমাদের পিঠা উৎসব শুধু একটি অনুষ্ঠান নয় বরং আমাদের শিকড়কে ছুঁয়ে দেখার এক উপলক্ষ্য, যেখানে ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, প্রাণবন্ত আড্ডা আর একতার আনন্দ আমাদের মনে করিয়ে দেয়, আমরা শুধু শিক্ষার্থী নই, আমরা এক সংস্কৃতির বাহক।
এই ধরনের উদ্যেগের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বরং সংস্কৃতির প্রসারেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা প্রশংসনীয় এবং আমাদের সংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জাগ্রত করে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০,২০২৫
এমএম