ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

স্বাস্থ্য

বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে রোগীর ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে রোগীর ‘আত্মহত্যা’

ঢাকা: রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে পলাশ বিশ্বাস (৩২) নামে এক রোগী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

বুধবার (১৯ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে ঘটনাটি ঘটে।

ছাদ থেকে নিচে পড়েই মারা যান তিনি।

রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।  

তিনি বলেন, ওই রোগী গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। গত ১৭ মার্চ ছয়তলায় এইচডিইউতে দেওয়া হয় তাকে। বুধবার ভোরে তিনি একাই দরজা দিয়ে বের হন এবং তিনতলার দিকে যান। এরপর জরুরি বাহির হওয়ার দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে চলে যান। সেখান থেকে লাফিয়ে পড়েন এবং ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি টঙ্গি এলাকায় একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তার শ্বাসনালি দগ্ধ হয়। সেদিনই ইনস্টিটিউটে ভর্তি হন। ১১ দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যা হয় দার। বিভিন্ন সময় আবোল-তাবোল বলতে থাকেন। আজকে তার মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।

নিহত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস বলেন, তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামে। বাবার নাম জয়ন্ত কুমার বিশ্বাস। বর্তমানে গাজীপুর টঙ্গী এলাকায় থাকতেন। সেখানে একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন। গত ৬ মার্চ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসনালি পুড়ে যায় তার। এরপর তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পলাশ  ছয়তলায় ৬০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে ছিলেন।

তিনি আরও বলেন, গতরাত আড়াইটার সময় তাকে বেডে দেখে বাইরে চলে আসি। এরপর ভোরে নার্সরা আমাকে জানায়, ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাই চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পড়ে আছেন। আমরা সেখানে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে যাই। সেখানে গিয়ে জানতে পারি পলাশ বিশ্বাস নামে ওই রোগী ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। ভোরে ইনস্টিটিউটের  ১৬তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৫
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।