ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রাজশাহীতে দুদিন ধরে সূর্যের দেখা নেই, বৃষ্টি হচ্ছে থেমে থেমে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
রাজশাহীতে দুদিন ধরে সূর্যের দেখা নেই, বৃষ্টি হচ্ছে থেমে থেমে

রাজশাহী: রাজশাহীতে দুদিন ধরে সূর্যের দেখা নেই। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজশাহীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। তবে শুক্রবার (২১ মার্চ) ভোর থেকে ঝরছে বৃষ্টি। কখনও গুঁড়িগুঁড়ি আবার কখনও মাঝারি বর্ষণ হচ্ছে থেমে থেমে।

মেঘমেদুর আবহাওয়ায় তাই রাজশাহীতে আবারও শীতের আবহ বিরাজ করছে। এ খরা চৈত্রেও শরীরে উঠেছে গরম কাপড়। অথচ গেল সপ্তাহেও মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এ রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে। মেঘ-বৃষ্টিময় এমন আবহাওয়া তাই পদ্মাপাড়ের মানুষের কাছে অনেকটা স্বস্তিই বয়ে এনেছে।

তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে শুক্রবার দুপুরের পর থেকে সড়কে যানবাহন চলাচল কমে আসে। তাই বিকেলের পর প্রধান প্রধান সড়ক অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। তবে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই ঈদ মার্কেটে ছুটতে দেখা যাচ্ছে।

শুক্রবার ভোর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। এতে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কয়েক দিনের তুলনায় ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে এসেছে। কালবৈশাখী মেঘ রাজশাহী অঞ্চলে প্রবেশ করায় আবহাওয়া হঠাৎ বদলে গেছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গেল বুধবারও (১৯ মার্চ) দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ রাজশাহীতে। অর্থাৎ মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এ অঞ্চলের ওপর দিয়ে। এরপর ২৪ ঘণ্টার ব্যবধানেই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার বিকেল ৩টায় রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা হঠাৎ করেই ১০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি নিচে নেমে এসেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও তা পরিমাপযোগ্য ছিল না। তবে শুক্রবার সকাল থেকে কখনও গুঁড়িগুঁড়ি কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।  

এতে শুক্রবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১৭ মার্চও রাজশাহীতে বৃষ্টি হয়েছিল। তবে সেই বৃষ্টি রেকর্ড করা যায়নি। আর সেদিনও বৃষ্টির সময় তাপমাত্রা কমে গিয়েছিল। তবে পরে রোদ ওঠায় তাপমাত্রা বেড়ে গিয়েছিল।

আবহাওয়া কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, কালবৈশাখী মৌসুম শুরু হয়েছে। এ সময়ে রাজশাহী অঞ্চলের ভেতর দিয়ে কালবৈশাখী মেঘ ভারতের অংশ থেকে প্রবেশ করছে। এর প্রভাবে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে রাজশাহীতে। আকাশে এখনও অনেক মেঘ আছে। তাই এ বৃষ্টি শনিবারও (২২ মার্চ) থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।