ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

কমিশন চাইলে আগের সব পর্যবেক্ষক বাতিল করা হবে: আনোয়ারুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
কমিশন চাইলে আগের সব পর্যবেক্ষক বাতিল করা হবে: আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কিছু পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল হবেই।

কমিশন চাইলে আগের সব পর্যবেক্ষক বাতিল হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা ৯৬টি। এদের অনেকের বিরুদ্ধে শর্ত পূরণ না করার অভিযোগ আছে।

বিষয়টি নিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা একটা খসড়া দাঁড় করেছি পর্যবেক্ষকদের জন্য। কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে।

দল নিবন্ধন নিয়ে তিনি বলেন, নিবন্ধনের গণবিজ্ঞপ্তি বর্তমান অবস্থান। হাইকোর্টে রিট হয়েছে। আদালত থেকে রুলের আদেশ এখনও আসেনি। এলে সেটা দেখার পর বলতে পারবো। সুনির্দিষ্টভাবে আদেশ না দেখে বলা যাবে না। নিবন্ধন দলগুলো যদি চায়, শর্ত পূরণ হলে কমিশন দেবে। যদি না চায় তাহলে তো লাগবে না। আগামী সপ্তাহে রায়ের কপি হয়তো পাবো, তখন বিস্তারিত বলতে পারবো।

নির্বাচন কমিশনার বলেন, আমরা বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে এগোচ্ছি। ভোটকেন্দ্র নীতিমালা নিয়েও কথা বলেছি। একটা খসড়া দাঁড় করাতে চাচ্ছি। সীমানা নির্ধারণ নিয়ে এখনো কোনো আপডেট নেই।  

নির্বাচনে ডিসি-এসপিদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন বিষয়ে অনেকেই তো বিতর্কিত। নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন নিঃসন্দেহে বিতর্কিত। ভবিষ্যতে যাতে বিতর্কের সৃষ্টি না হয়, অস্বচ্ছতা যেন না হয়, সেজন্য আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না।

তিনি আরও বলেন, যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, তাদের তো চাকরি চলে গেছে। শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রতিরোধমূলক ব্যবস্থা হোক, সরকারও নিচ্ছে, কমিশনও নিচ্ছে। ভবিষ্যতে হবে না এমনটাই মনে করি।

সুনির্দিষ্ট পদ-পদবির বিষয় না। একটা স্বচ্ছ নির্বাচন এবং নজিরবিহীন সুন্দর নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।