ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে মধ্যরাতে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
ঢাবিতে মধ্যরাতে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে মিছিল

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহার চেয়ে মধ্যরাতে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।  

মিছিল থেকে তারা আওয়ামী লীগকে গণহত্যাকারী সংগঠন হিসেবে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন।  

তারা 'আওয়ামী লীগের বিচার চাই', 'আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে',  'ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে', 'গণহত্যার বিচার চাই', 'অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবেসহ একাধিক স্লোগান দেন।  

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষাথী এ বি জোবায়ের, আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ানসহ আরও অনেকে উপস্থিত আছেন।  

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।