ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঈদবাজারে বিপণি বিতান এখনো সেরা 

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
ঈদবাজারে বিপণি বিতান এখনো সেরা  ...

চট্টগ্রাম: ছয় দশকেও ঈদবাজারে এতটুকু আবেদন কমেনি নিউমার্কেট খ্যাত বিপণি বিতানের। শাড়ি, শার্ট, পাঞ্জাবি, থ্রিপিস, বোরকা, জুতো, মোবাইল, ঘড়ি, ব্যাগ-লাগেজ, টেইলারিং, কসমেটিকস ও ইলেকট্রনিকস পণ্যে এখনো নগরে অদ্বিতীয়।

ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের মেলা প্রতিটি শোরুমে। ছাড় আর অফারের হাঁকডাকও বেশ।
 

নিচতলায় ঈদ পোশাক কিনতে আসা ছেলেদের ঠিকানা এখন জেন্টেল ম্যান, জেন্টেল পার্ক, মুঘল, ব্লু মুন, কার্নিভাল, বাঙালি বাবু, শৈল্পিক, হোসাইনস, ওয়েস্ট উড, ভিক্টর, হান্ডিবাজার, রেক্স আই, নক্ষত্র, ডিমান্ড, ইনভিনিটি, টুয়েলভ, রিচম্যান, ইলিউশন, প্যাপিলন, নবাব, আল এমির ইত্যাদি শোরুম। এর মধ্যে কোনো কোনোটির চারটি শোরুমও প্রমাণ করছে চাহিদা ও জনপ্রিয়তা তুঙ্গে। তৃতীয় তলায়ও আছে বেশ কয়েকটি।  

ক্রাফট ক্যাসেলে এক পিস পাঞ্জাবি ৮০০, তিন পিস ১ হাজার ৮০০ টাকার অফার চলছে। রেভলনে পাঞ্জাবি ও শার্ট ৯৫০ টাকা করে। স্বাভাবিকভাবেই ভিড় হবে। হচ্ছেও তা-ই।  

একদামে অফার চললেও নাম প্রকাশ না করার শর্তে একজন তরুণ জানান, অভিজাত বিপণি বিতানে এভাবে কয়েক বছরের পুরোনো পোশাকের ক্লিয়ারেন্স সেল চালিয়ে দেওয়া হচ্ছে কিনা সেটাই ভাবনার বিষয়। দেখা যাচ্ছে এক দোকানেই বিভিন্ন দোকানের স্টিকার লাগানো পোশাকও রয়েছে।  

শাড়ির জন্য বিখ্যাত নিচতলার এ ওয়াদুদ ব্রাদার্স, রূপের হাট জামদানি হাউস, প্রাইড টেক্সটাইল, চারুলতা টাঙ্গাইল হাউস, জেক্স প্রিন্ট, রমণী, শাড়িকা, নকশী বাংলা টাঙ্গাইল শাড়ি, জেক্স ক্লাসিক শাড়ির শোরুম নারীদের দখলে। বিক্রয়কর্মীরা হিমশিম, দম ফেলার ফুরসত কই আর।  

মা-বাবা ঈদের শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি কেনার আগেই শিশুদের পোশাকটি কেনা চাই। গরমে আরামদায়ক, ফ্যাশনেও নতুনত্ব আছে এমন পোশাক তাদের পছন্দ। শিশুদের জন্য বেবি শপ, এহসান, মনিকা, অপরূপ, ক্রাফট ক্যাসেল লিটলস আছে নিচতলায়।  

তৃতীয় তলায় মাতৃছায়া বুটিকস, লেডি ফ্যাশন, রূপন্তী বুটিকস, স্মৃতি ফ্যাশন হাউস, ডায়না ফ্যাশন, ইসমাম, আদর, ফ্যাশন প্লাস, উৎসব, স্বপ্ন বুটিকস, বেবি গার্ডেন, জারিন ফ্যাশন, রূপসাগর, কেজিএস, ফারিশতা ফ্যাশন, মারজান, কিডস মল, পছন্দের কালেকশনও বেশ ভালো।  

নিচতলার বানু ওড়না ফ্যাশন, মীম ফ্যাশন, মডার্ন তুর্কি ফ্যাশন, তারা ফ্যাশন, মেহেদি বোরকা কালেকশন, ইরানি বোরকা বাজার, এরাবিয়ান বোরকা কালেকশন, সৌদিয়া ফ্যাশন হাউসও জমজমাট।  

দোতলায় কসমেটিকস গ্যালারি, ইকরা কসমেটিকস, কানুনগো ওয়াচ কোম্পানিসহ স্বর্ণালংকার, হীরের গহনার সব দোকানে ভিড় কম থাকলেও আশাবাদী দোকানিরা।  

তৃতীয় তলায় জুতোর সাম্রাজ্য। বাটা, বে, আর এক্স, টাটা, লোটো, ওয়েলকাম, পিকাসো, বিগবাজার, বস কালেকশন, ডাটা বাজার, ডাটা  এক্সপোর্ট, ডাডা বাজার,  ওয়াকার ট্রাভেল, লিবার্টি, প্রাইম সুপার, স্টার পোলো,  ম্টেপ,  নিউব্যালেন্স, লুক লাইক, ফুটওয়্যার, কেডস হাউসে ঈদের জামার সঙ্গে ম্যাচিং করে জুতো কিনতে আসছেন ক্রেতারা। চতুর্থতলার মোবাইল ফোন, ইলেকট্রনিকস সামগ্রীর বিশাল সমারোহ দেখা গেছে।  

ঈদের কেনাকাটা করতে রাউজান থেকে এসেছেন ইমাম হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, নগরে এখন অনেক আধুনিক শপিংমল গড়ে উঠেছে। যেখানে প্রতি বর্গফুট জায়গার সদ্ব্যবহার করা হয়েছে। চোখ ধাঁধানো একেকটি শোরুম। দেশ-বিদেশের নানা ব্রান্ডের কালেকশন। কিন্তু নিউমার্কেটের সঙ্গে তুলনাই হয় না। এখানে বংশ পরম্পরায় ব্যবসা ধরে রেখেছেন এমন অনেক দোকান আছে। তাদের ঐতিহ্য ধরে রাখতে তারা সচেষ্ট।  

গ্রীনিচের সিইও শারুদ নিজাম বাংলানিউজকে জানান, বিপণি বিতানের দুইটি ব্লকে প্রায় ৭০০ শোরুম আছে। এ ভবনের নকশা এত চমৎকার যে, গলিগুলো এত প্রশস্ত যে ছয় দশকেও এর উপযোগিতা কমেনি। এখানে দমবন্ধ পরিবেশ নেই। খোলামেলা প্রাকৃতিক বাতাস চলাচলের কারণে তীব্র গরমেও স্বস্তিতে কেনাকাটা করতে পারেন অভিজাত গ্রাহকেরা। এ বিপণি বিতানের ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার বনেদি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার মিউনিসিপ্যাল স্কুল মাঠে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করায় যানজট কম হচ্ছে নিউমার্কেট এলাকায়। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে আসছেন ক্রেতারা।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।