ঢাকা: মুডি’স ইনভেস্টরস সার্ভিস তাদের সাম্প্রতিক মূল্যায়নে সিটি ব্যাংকের বি-২ রেটিং নিশ্চিত করেছে। দেশের রেটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা ব্যাংকের আউটলুক ঋণাত্মক অবস্থানে রেখেছে।
সিটি ব্যাংকের ক্রমবর্ধমান সম্পদের ঝুঁকির মধ্যে মুডি’স-এর এই রেটিং ব্যাংকের যথাযথ মুনাফা এবং মূলধনকে স্বীকৃতি দিয়েছে যা ভারসাম্যপূর্ণ স্থিতিশীল তারল্য এবং এ সংকটময় সময়ে ফ্র্যাঞ্চাইজি আমানতের প্রবৃদ্ধিকে
নির্দেশ করে।
বাংলাদেশ সরকারের কাছ থেকে সমর্থন পাওয়ার মাঝারি সম্ভাবনা সিটি ব্যাংকের এই বি-২ রেটিংকে প্রভাবিত করে। পুনঃতফশিলীকৃত এবং পুনর্গঠিত ঋণের ঝুঁকির কারণে রেটিংয়ের মূল মানদণ্ডের প্রভাব পড়লেও রিটেল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড ব্যবসায় দৃঢ় অবস্থান এবং উন্নয়ন সংস্থার নিকট হতে সহজে তহবিল সংগ্রহের সক্ষমতা ব্যাংকের ক্রেডিট শক্তি হিসেবে স্বীকৃত হয়েছে। সিটি ব্যাংক তার গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মীরা, রেগুলেটরস এবং শুভানুধ্যায়ীদের ক্রমাগত সহায়তার জন্য ধন্যবাদ জানায়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরআইএস