ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

কর্পোরেট কর্নার

ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের রিয়েল এস্টেট খাতে যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের রিয়েল এস্টেট খাতে যাত্রা শুরু

ঢাকা: ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেড (ভিএইচএল) আনুষ্ঠানিকভাবে রিয়েল এস্টেট খাতে প্রবেশ করেছে।  

সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব অফিসে এক জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিটি এ ঘোষণা দেয়।

 

এ সময় ভিএইচএল-এর লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শরীফুল আলম ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখ আসিফুর রহমান।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিরেক্টর আবু আল মোতালিব রাজু, ডিরেক্টর রাজিব রায়হান, ডিরেক্টর শেখ আশিকুর রহমান, ব্যবসায়িক ইউনিট প্রধানগণ, নির্বাহী কর্মকর্তারা ও অন্যান্য সম্মানিত অতিথিরা।

ভিএইচএল-এর রিয়েল এস্টেট খাতে উদ্ভাবনী, টেকসই ও গ্রাহককেন্দ্রিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক, দক্ষ, যুগোপযোগী এবং পরিবেশবান্ধব আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে, ভিএইচএল সেই চাহিদা পূরণের লক্ষ্যে এমন প্রকল্প নিয়ে আসছে, যা আধুনিক জীবনধারার প্রয়োজনীয়তা পূরণসহ নিশ্চিত করবে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা। যারা রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল বিল্ডিং নির্মাণে হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, হাই লিভিং স্ট্যান্ডার্ড, সময়মতো প্রকল্প হস্তান্তর অথবা নিখুঁত নির্মাণশৈলীকে বিবেচনায় রাখেন তাদের জন্য ভিএইচএল হতে যাচ্ছে একটি আদর্শ নাম।  

প্রতিষ্ঠানটির নেতৃত্বদানকারী ব্যক্তিরা দীর্ঘ ২২ বছর ধরে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ও প্রকৌশল খাতে সুপ্রতিষ্ঠিত, যা ভিএইচএল-এর প্রকল্পগুলোকে আরও নির্ভরযোগ্য ও মানসম্পন্ন করে তুলবে। ভিএইচএল, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের একটি সিস্টার কনসার্ন হিসেবে আত্মপ্রকাশ করেছে। ট্রাইটেকের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতার ভিত্তিতে, ভিএইচএল টেকসই, পরিবেশবান্ধব এবং আধুনিক আবাসন প্রকল্প বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে নেবে।  

অনুষ্ঠানে ভিএইচএল-এর চেয়ারম্যান মো. শরীফুল আলম বলেন, আমাদের লক্ষ্য কেবলমাত্র আবাসন নির্মাণ নয়, বরং পরিবেশবান্ধব ও টেকসই সমাধান নিয়ে আসা। আমরা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে রিয়েল এস্টেট শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করতে চাই, যেখানে গ্রাহকের স্বপ্ন পূরণ হবে এবং প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা হবে।

ভিএইচএল-এর এ নতুন যাত্রা দেশের রিয়েল এস্টেট শিল্পে একটি নতুন মাত্রা যোগ করবে। পরিবেশবান্ধব, শক্তি-দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসন তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আবাসন খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।