ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আগরতলা

বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো ত্রিপুরার হোটেল মালিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো ত্রিপুরার হোটেল মালিকরা

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এ ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে এটিএইচআরওএ।

এর আগে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের বিষয়টিকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল এটিএইচআরওএ। বাংলাদেশের কিছু কিছু মানুষের মধ্যে ভারতবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে দেশটির নাগরিকদের ত্রিপুরা রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এ নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয় এটিএইচআরওএ।

বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আসার বহু রোগী বিপাকে পড়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। তবে এর বাইরে আর এ সুযোগ দেওয়া হবে না বলেও জানায় সংগঠনটি।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এসসিএন/এমজে
 

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।