ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় দুই বাংলাদেশি তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ৬, ২০২৩
অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় দুই বাংলাদেশি তরুণী আটক আটকরা

আগরতলা (ত্রিপুরা): অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি তরুণীকে আটক করেছে ত্রিপুরা পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) তাদের আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন সিনহা সংবাদমাধ্যমকে বলেন, এদিন দুপুরে ভ্রাম্যমাণ পুলিশ বিমানবন্দর সংলগ্ন এলাকায় দুজন তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। কথা বললে তাদের আচরণে অসংলগ্নতা ধরা পড়ে। তখন তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে তারা স্বীকার করেন যে তাদের বাড়ি বাংলাদেশে এবং অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছেন।

তাদের নাম, হাসনা বেগম (২৩) এবং স্বপ্না সরকার (২১)। বাড়ি নরসিংদী এলাকায় বলে জানিয়েছেন তারা।

কেন তারা অবৈধভাবে এসেছেন তা স্পষ্ট করে বলতে পারেননি। কোন সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন তাও তারা সঠিকভাবে বলতে পারছেন না। তাদের অনুপ্রবেশের প্রকৃত কারণ জানতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।