ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় উদযাপিত হলো ভাষা শহীদ দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ১৯, ২০২৩
আগরতলায় উদযাপিত হলো ভাষা শহীদ দিবস

আগরতলা (ত্রিপুরা): শুক্রবার (১৯ মে) যথাযোগ্য মর্যাদার সঙ্গে ত্রিপুরাতেও উদযাপিত হলো ভাষা শহীদ দিবস। এদিন রাজধানী আগরতলার শিবনগর এলাকায় ‘আমরা বাঙালি’ দলের কার্যালয়ে বাংলা ভাষার জন্য শহীদের স্মরণ করা হয়।

১৯৬১ সালের ১৯ মে আসাম সরকার বরাক উপত্যকায় আসমিয়া ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন এর বিরুদ্ধে সরব হয়ে ওঠেন বাংলা ভাষাভাষী মানুষ।

বাংলা ভাষা রক্ষা করার দাবিতে যখন মানুষ আন্দোলন করছিলেন তখন পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ সময় ১১ জন শহীদ হন। তারা হলেন, কমলা ভট্টাচাৰ্য, কানাইলাল নিয়োগী, সুনীল সরকার, সুকোমল পুরকায়স্থ, হিতেশ বিশ্বাস, তরণী দেবনাথ, শচীন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, কুমুদরঞ্জন দাস, সত্যেন্দ্র দেব এবং বীরেন্দ্র সূত্রধর।

এদিন ‘আমরা বাঙালি’ দলের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দলের নেতা গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, প্রতিবছর দলের পক্ষ থেকে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়। শুধুমাত্র আগরতলা শহরেই নয়, রাজ্যের অন্যান্য জায়গাতেও এ দিনটি উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।