ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

খেলা

নারায়ণগঞ্জকে হারালো ময়মনসিংহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
নারায়ণগঞ্জকে হারালো ময়মনসিংহ ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ক্রিকেট চ্যাম্পিয়ানশিপের জোনাল ফাইনালে ময়মনসিংহ জেলা দল ৩ উইকেটে জয় লাভ করেছে।

রোববার (২৬ জানুয়ারি) গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় নারায়ণগঞ্জ জেলা ও ময়মনসিংহ জেলা দল অংশ নেয়।

নারায়ণগঞ্জ প্রথমে ব্যাট করতে নেমে  ৪৯.২ ওভারে অলআউট হয় ১৫৫ রানে।

১৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ময়মনসিংহ ৪৭.২ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান করে।  

খেলায় অপরাজিত ৭৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ময়মনসিংহ দলের অধিনায়ক এস এম সামসুর রহমান।

সমাপন অনুষ্ঠানে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
একে/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।