গত বার শিরোপা উঁচিয়ে ধরেছিলেন রড লেভার অ্যারেনায়। এবারও একই পথে রয়েছেন ইয়ানিক সিনার।
টানা ১৯ ম্যাচ জয় নিয়ে সেমিফাইনালে খেলতে নেমেছিলেন সিনার। আজ রড লেভার অ্যারেনায় তিনি ৭-৬ (৭-২), ৬-২, ৬-২ গেমে জেতে ২০ ম্যাচের অপরাজিত যাত্রা দীর্ঘায়িত করেন ইতালিয়ান এই টেনিস তারকা।
ফাইনাল ম্যাচে আগামী রোববার (২৬ জানুয়ারি) আলেক্সান্দার স্ফেরেফের বিপক্ষে খেলবেন সিনার। প্রথম সেমিফাইনালে নোভাক জোকোভিচ সরে দাঁড়ালে সরাসরি ফাইনালে কোয়ালিফাই করেন জার্মান টেনিস তারকা।
ফাইনালে উঠে উচ্ছ্বসিত সিনার ম্যাচ শেষে বলেন, ‘আবার ফাইনালে ফিরে আসতে পেরে আমি খুশি। টুর্নামেন্টে রোববার বিশেষ দিন। আশা করছি, ফাইনাল উপভোগ করতে পারব। ’
আগের বছর মেলবোর্নেই সিনার জেতেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। পরে ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
আরইউ