ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

খেলা

রাজশাহীতে ‘বঙ্গবন্ধু ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
রাজশাহীতে ‘বঙ্গবন্ধু ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন 

রাজশাহী: ‘বঙ্গবন্ধু ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২০’র উদ্বোধন করেছেন রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপশহর ঈদগাহ মাঠে ১৪নং ওয়ার্ড পূর্ব যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র বলেন, রাজশাহীতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হবে।

এরমধ্যে বঙ্গবন্ধুর নামে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বঙ্গবন্ধুর নামে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তার আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, নগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১৪নং ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দরবেশ আলী চিশতী, সাধারণ সম্পাদক তৌকির উদ্দীন খান খালেক।

এ টুর্নামেন্টে ৬৪টি দল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।