ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

খেলা

জাবিসাসের আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জাবিসাসের আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু জাবিতে 'আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬’ শুরু হয়েছে। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) আয়োজনে ‘আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬’ শুরু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সপ্তম ছায়ামঞ্চে এ খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা
ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের খেলা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এ জন্য তিনি আয়োজক পক্ষ জাবি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশ কর্মকমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন, শহীদ সালাম-ররকত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক কবিরুল বাশার, সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ৪টি খেলায় জাবি শাখা ছাত্রলীগকে হারিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, জাহাঙ্গীরনগর থিয়েটারকে হারিয়ে জাবি সাংবাদিক সমিতি, দর্শন ডিবেটিং ক্লাবকে হারিয়ে জাবি সাইন্স ক্লাব এবং জাহাঙ্গীরনগর সিনে সোসাইটিকে হারিয়ে জাবি ডিবেটিং সোসাইটি জয়ী হয়েছে।

এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ১০টি টিম অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।