ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

খেলা

নৌবাহিনীর সদর দপ্তরে বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
নৌবাহিনীর সদর দপ্তরে বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট

বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরের স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে এনার্জিপ্যাক বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট-২০১৬।

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরের স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে এনার্জিপ্যাক বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্ট-২০১৬।

টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল সৈয়দ আবু মনসুর আরশাদুল আবেদিন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খাঁন এমপি।

টুর্নামেন্টে সর্বমোট ১২ টি দল অংশগ্রহন করছে। দলগুলো হলো ওসিন গ্রুপ, চট্রগ্রাম ক্লাব, অফিসার্স ক্লাব, উত্তরা ক্লাব, সেনাবাহিনী রেড, সেনাবাহিনী গ্রীন, নৌবাহিনী ব্লু, নৌবাহিনী হোয়াইট, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অলিম্পিক গ্রুপ।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত খেলা চলবে নৌবাহিনী স্কোয়াশ কমপ্লেক্স ও গুলশান স্কোয়াশ কমপ্লেক্সে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।