ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

খেলা

বাংলাদেশের কোচহীন অলিম্পিকে মিকু’র অসন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
বাংলাদেশের কোচহীন অলিম্পিকে মিকু’র অসন্তোষ ছবি: সংগৃহীত

ঢাকা: অলিম্পিকের এবারের আসরে অ্যাথলেটিকসে বাংলাদেশ থেকে অংশ নেয়া দুই অ্যাথলেট মেজবাহউদ্দিন আহমেদ ও শিরিন আক্তারের সঙ্গে কোচ আব্দুল্লাহ হেল কাফির পরিবর্তে যাচ্ছেন সহ সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস!

আর সাঁতারে মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তারের সঙ্গে নেই তাদের কোচ পার্ক দে গুন! এখানেও কোচের পরিবর্তে যাচ্ছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাফিজুদ্দিন রাফিজ।
 
অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, এসএ গেমস কিংবা যে কোনো আন্তর্জাতিক গেমসে কোচের পরিবর্তে অফিসিয়ালদের সফরে যাবার বিষয়টি বাংলাদেশে নতুন কিছু নয়।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় রিও অলিম্পিকে বাংলাদেশ ১৬ সদস্যের অলিম্পিক দলে অ্যাথলেট আছেন ৭ জন। বাকি ৯ জনই অফিসিয়াল!    
 
তবে এই ধরনের সংস্কৃতি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। কেননা, কোচ সঙ্গে না থাকলে অ্যাথলেটদের নির্দেশনা এবং টেকনিক্যাল বিষয়গুলো সঠিকভাবে দেখানোর কেউ থাকে না। পাশাপাশি ক্ষুণ্ন হয় দেশের সুনাম ও সুখ্যাতি।
 
বিষয়টির সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘আমি মনে করি অলিম্পিকের মতো আসরে কোচের অবশ্যই যাওয়া উচিৎ। কোচ গেলে উপকার দেশেরই। কেননা গেমসে অ্যাথলেট এবং সাঁতারুদের নার্সিং থেকে শুরু করে তাদের যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলো কোচ যতটা বোঝে অন্য কেউই এতটা বুঝবে না। তাই দেশের স্বার্থের কথা বিবেচনা করে আমার মনে হয় কোচের যাওয়া উচিত ছিল। ’

তবে অ্যাথলেটিস ও সাঁতারে কোচ না গেলেও বাকি তিনটি ইভেন্ট গলফ, আরচারি ও শ্যুটিংয়ে কোচরা যাচ্ছেন।

আরচারিতে শ্যামলী রায়ের সঙ্গে যাচ্ছেন কোচ নিশিথ দাস, গলফার সিদ্দিকুরের সাথে তার ক্যাডি জোহারি বিন আবু বকর। আর শ্যুটার আব্দুল্লাহ হেল বাকির সঙ্গে আছেন ড্যানিশ কোচ ক্লাভস ইয়র্ন ক্রিসটেনসেন।
 
আগামী ৪ আগষ্ট ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে পর্দা উঠবে রিও অলিম্পিকের। চলবে ২১ আগস্ট পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ১ আগস্ট ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।