তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাঙ্গাইলের মাওলানা ভাসানী আদর্শ কলেজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়।
রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু থেকেই জমে ওঠে খেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ঢাকার বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মো. আলী আজম। উপস্থিত ছিলেন৷ সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুমিনুল হাসান, ক্রীড়া পরিদপ্তরের সাবেক সহকারী পরিচালক তারিকুজ্জামান নান্নু ও ঢাকা জেলার ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্র।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
এআর/আরইউ