ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

খেলা

ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন ফরিদপুরের নগরকান্দা মহাবিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন ফরিদপুরের নগরকান্দা মহাবিদ্যালয়

তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাঙ্গাইলের মাওলানা ভাসানী আদর্শ কলেজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়।

রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু থেকেই জমে ওঠে খেলা।

প্রথমার্থ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধেও জমে প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু শেষ মুহূর্তে আক্রমণের ধার বাড়ায়  সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়। অল্প সময়ের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফরিদপুরের কলেজটি। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয়ের উল্লাসে মাতে  সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়। ফাইনালে খেলা দুটি দলই ঢাকা বিভাগ থেকে জায়গা করে নিয়েছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। পরবর্তী পর্যায়ে যেখানে খেলবে প্রত্যেক বিভাগের সেরা দুটি করে দল।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ঢাকার বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মো. আলী আজম। উপস্থিত ছিলেন৷ সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুমিনুল হাসান, ক্রীড়া পরিদপ্তরের সাবেক সহকারী পরিচালক তারিকুজ্জামান নান্নু ও ঢাকা জেলার ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্র।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।