ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

খেলা

মেরিনারকে জরিমানা, সাধারণ সম্পাদককে বহিষ্কার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
মেরিনারকে জরিমানা, সাধারণ সম্পাদককে বহিষ্কার

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা জেতা মেরিনার ইয়াংসকে জরিমানা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় বর্তমান চ্যাম্পিয়নদের পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে।

সোমবার (২৫ জুলাই) হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ক্লাবটির সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানাকে এক মৌসুমের জন্য বহিষ্কার করা হয়েছে।

আগামী এক মাসের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

এবারের প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মেনিরার ইয়াংস ক্লাব ও ঊষা ক্রীড়া চক্র। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভিআইপি বক্সে একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন মেরিনারের সমর্থকরা। ব্যাপক ভাঙচুরও চালায় মেরিনার সমর্থকরা।

তবে, এ ঘটনায় গত ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছিল মেরিনার।

শেষ ম্যাচে ঊষা ক্রীড়া চক্রকে ৩-২ গোলে হারিয়ে ২৭ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে মেরিনার।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।