ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধে সভা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধে সভা 

বরগুনা: বরগুনার বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা সভা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বেতাগী শাখা শুভসংঘের সভাপতি ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান।

 

সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি বেতাগী থানার আওতাধীন রানীপুর ব্রিজের হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু হানিফ বলেন, কিশোর গ্যাংয়ের সব অপকর্ম থেকে এ সভার মাধ্যমে কিশোর-কিশোরীরা সচেতন হতে পারবে।

বিশেষ অতিথি পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন কিশোর-কিশোরীসহ সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ’র প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি কামাল হোসেন খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মো. আল আমিন, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, সহকারী শিক্ষক মো. আল মামুন, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক কমলেশ চন্দ্র শীল, সহকারী গ্রন্থগারিক আয়শা সিদ্দিকা, সহকারী শিক্ষক মো. বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান, পরিচ্ছন্নতাকর্মী স্বপন কুমার সিকদার, নিরাপত্তাকর্মী আব্দুল আজিজ, আয়া রিনা রানী।

এছাড়া বসুন্ধরা শুভসংঘের বিদ্যালয় শাখার রাকিব, রহিম, অশোক, বর্ন হাওলাদার, বায়েজিদ, শামির, হৃদয় রিপন, শামীম, শাকিল আহমেদ, দ্বীপ দেবনাথ, দ্বীপ হাওলাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু হানিফ ও পুলিশ কনেস্টেবল মো. হুমায়ুন কবির, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদ্যালয় সংলগ্ন পুটিয়াখালী, গাবুয়া, ফুলতলা, রানীপুর, গড়িয়াবুনিয়া, ঝোপখালী গ্রামের কিশোর-কিশোরীদের আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ