ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

কুবি বসুন্ধরা শুভসংঘের প্রীতি বিতর্ক অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
কুবি বসুন্ধরা শুভসংঘের প্রীতি বিতর্ক অনুষ্ঠিত

কুমিল্লা: বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘বৈশ্বিক উষ্ণায়ন শুধুমাত্র প্রাকৃতিক নয় বরং অনেকাংশেই মানবসৃষ্ট’ শিরোনামে প্রীতি বিতর্ক অনুষ্ঠান হয়েছে।  

শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ হলরুমে এ বিতর্ক অনুষ্ঠান হয়।

সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফরহাদ কাউসারের সঞ্চালনায় বিতর্কে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম এবং অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শিলা ও বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন।

বিতর্কে পক্ষ দলের সরকার প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তাইমুননাহার তিশা, মন্ত্রী ফারহা খানম।

সংসদ সদস্য ছিলেন নাজমুল হাসান ফাহিম। বিপক্ষ দলের বিরোধী দলীয় নেতা হিসেবে ছিলেন এনায়েত হোসেন, উপনেতা ফাহিমা সুলতানা রাতুয়া, সংসদ সদস্য ছিলেন আবদুর রহমান সাদি।

বিতর্কে পক্ষ এবং বিপক্ষ দলের আলোচনা এবং যুক্তি-তর্ক শেষে দুই দলকেই বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। পরে দুদলের প্রতিনিধির হাতেই পুরস্কার তুলে দেন বিচারকরা।

বিতর্কের অতিথি বিচারক হিসেবে থাকা ড. কামরুন নাহার বলেন, আজ বিতর্কে পক্ষ দল এবং বিপক্ষ দল যেসব তথ্য এবং কথাগুলো তুলে ধরেছে, সেগুলো খুবই প্রাসঙ্গিক। প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিতর্ক হোক, সেটা আমরা চাই। পক্ষ দল এবং বিপক্ষ দল, উভয়দলেরই উপস্থাপন আমাকে মুগ্ধ করেছে।

কাজী আনিছ বলেন, ধন্যবাদ বসুন্ধরা শুভসংঘকে, এমন একটি সুন্দর বিতর্ক অনুষ্ঠান আয়োজনের জন্য। উভয় দলের যুক্তি-তর্ক এবং উপস্থাপন খুবই ভালো ছিল। যথেষ্ট তথ্যবহুল ছিল। তবে আরও বেশি বেশি আলোচনা এবং উদাহরণ আনা যেত। তাহলে বিতর্কটা আরও বেশি সুন্দর হতে পারত।

সংগঠনটির সভাপতি তারিন সুমাইয়া বলেন, অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বসুন্ধরা শুভসংঘ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সব সময়ই শুভ কাজে সবার পাশে আছে, থাকবে। আমরা আগামীতেও পরিবেশ-প্রকৃতিবান্ধব এমন আয়োজন অব্যাহত রাখব।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।