ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের মিলনমেলা ও কর্মপরিকল্পনা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের মিলনমেলা ও কর্মপরিকল্পনা 

গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি এবং মতামত গ্রহণ করে এই পরিকল্পনাসমূহ গ্রহণ করা হয়।

 

পরিকল্পনাসমূহের মধ্য অন্যতম হলো উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অনলাইনে বিনামূল্যে পাঠদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান, পথশিশুদের পাঠদান ইত্যাদি বিষয় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে  তরুণদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আরবি আক্তার,দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মেহেদী,  সাংগঠনিক সম্পাদক রূহানি খাতুন, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন ইসলামসহ বিশ্ববিদ্যালয় শাখার সদস মেহেদী, ঋতু, শারমিন, জনি, মোশাররফ, আশরাফ,ঈশিতা, হিয়া, সোহান, ফরহাদসহ আরও অনেকে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তত্ত্বাবধানে, বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী শিক্ষাবৃত্তি গ্রহণ করে আসছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণ, গ্রাফিতি অঙ্কন, ক্যাম্পাস পরিষ্কার, শহীদ মিনার ঝাড়ু দেওয়াসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভূমিকা ছিল অগ্রগণ্য। ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের সকল শুভ কাজে অংশগ্রহণ করবে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষ আব্দুল মোমিন বলেন, বর্তমান বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা দেশ গঠনে যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে তা প্রশংসনীয়। তরুণদের মেধা,প্রজ্ঞা ও নেতৃত্বে দেশের সকল শুভ কাজ এ বসুন্ধরা শুভসংঘের সংশ্লিষ্টতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।