ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নেত্রকোনায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী আয়োজন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
নেত্রকোনায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী আয়োজন 

নেত্রকোনা: মোবাইল ফোন বা ভিডিও গেমসের আসক্তি মাদকের মতোই ভয়াবহ। মস্তিষ্কের কোষ থেকে ডোপামিন নিউরোট্রান্সমিটার নিঃসরণ হয়ে ভার্চ্যুয়াল এন্টারটেইনমেন্টের প্রতি ভালোলাগার অনুভূতি সঞ্চার করে, যাকে আমরা আসক্তি বলতে পারি।

মোবাইল ফোন ও ভিডিও গেমসে আসক্তি শিশুর শৈশবের আনন্দ ও শারীরিক মানসিক গঠনকে ব্যাহত করছে। ইন্টারনেট ভিত্তিক সামাজিক মাধ্যম এখন আমাদের অনেকটা অসামাজিক করে তুলছে। পরিসংখ্যান বলছে, প্রযুক্তির পার্শ্বপ্রতিক্রিয়ায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। এখন আর আগের মতো খেলার মাঠে নেই শিশুরা। পরিবার ও বন্ধুদের সঙ্গেও বাড়ছে দূরত্ব।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা পৌর এলাকার ৪৩ নম্বর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও ভিডিও গেমসে আসক্তির কুফল জানিয়ে হারানো দিনের খেলা ও শরীর চর্চার প্রতি উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখা।  

এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির উপদেষ্টা ও কালের কণ্ঠের নেত্রকোনা প্রতিনিধি মনিরুজ্জামান মহসিন, বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখা সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোরের নেত্রকোনা প্রতিনিধি আব্দুর রহমান, মানবিক ছাত্রনেতা শাহরিয়ার রহমান সাঈদ, সহদপ্তর সম্পাদক মোহনা সরকার ছোঁয়া, কার্যকরী সদস্য মাশিয়া রহমান, মোহাম্মদ ফিরোজ মিয়া, শুভন সরকারসহ অনেকে।

জেলা শাখার উপদেষ্টা মনিরুজ্জামান মহসিন বলেন,  শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক খেলা। খেলার মাঠে এখন আর শিশুদের ছোটাছুটি চোখে পড়ে না। শিশুরা সারাক্ষণ মোবাইল ফোন বা ভিডিও গেমসে চোখ আটকে রাখায় ভয়াবহ ক্ষতি হচ্ছে গোপনে।  

জেলা শাখার সভাপতি আব্দুর রহমান বলেন, আধুনিক সভ্যতার ছোঁয়ায় ও প্রযুক্তির বিকাশে হারিয়ে যাচ্ছে খেলাধুলা ও শরীর চর্চা। আমরা শিশুদের আনন্দের এক রঙিন শৈশবে ফিরিয়ে নিতে চাই। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি কানামাছি, দাঁড়িয়াবান্ধা, ডাংগুটি, ফুটবল, গোল্লাছুট, চারগুটি, লাঠি খেলা, লং জাম্প, সাত পাতা, ফুল টোক্কা, মোরগ যুদ্ধ, হাডুডু, ঘুড়ি উড়ানোর মতো খেলাগুলোর সঙ্গে। সেই সঙ্গে শরীরচর্চার উপকারী দিক তুলে ধরে শেখানো হয়েছে কিছু ড্রিল। আমরা আশা করছি, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকরা সচেতন হবেন এবং তাদের সন্তানদের খেলার মাঠে পাঠাবেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।