ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বদলগাছীতে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে শুভসংঘের সচেতনতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বদলগাছীতে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে শুভসংঘের সচেতনতা

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে বসুন্ধরা শুভসংঘ বদলগাছী শাখার আয়োজনে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শুভসংঘের সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রঞ্জন কুণ্ডু, সহকারী অধ্যাপক শ্রী সবুজ কুমার মণ্ডল, মো. সাইদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, মো. বোরহান উদ্দিন, সিনিয়র শিক্ষক আজিজুল হক, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, কামাল হোসেন, মলিন চন্দ্র মণ্ডল, শুভসংঘের সম্পাদক মোছাদ্দেক হোসেন মুসা, শুভসংঘের প্রধান উপদেষ্টা (কালের কণ্ঠর বদলগাছী-মহাদেবপুর উপজেলা প্রতিনিধি) এমদাদুল হক দুলু প্রমুখ।

বক্তারা বলেন, অনেক ছাত্রছাত্রী পাঠ্যবইয়ে মনোযোগী নয়, স্কুলে অনিয়মিত, অহেতুক বাহিরে ঘুরে বেড়ায়, অবহেলা অমনোযোগীর কারণ অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে ঝরে পড়ে।

স্কুলে আসার পর দু-একটি ক্লাস করার পর চলে যায়। এতে অনেক ছাত্রছাত্রী মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারে না। শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের মনোযোগ বৃদ্ধি করতে শুভসংঘের সচেতনতামূলক এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাল্যবিয়ে ও মাদক নির্মূলের বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।