ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শেয়ারবাজার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর পরিচালক হচ্ছেন রিচার্ড ডি’ রোজারিও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর পরিচালক হচ্ছেন রিচার্ড ডি’ রোজারিও রিচার্ড ডি’ রোজারিও

ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) শেয়ারহোল্ডার পরিচালক হচ্ছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও৷ 

সোমবার (২৭ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, ডিএসইর একজন শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন কমিশন গত ৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন৷ নির্বাচনী তফসিল অনুসারে, ২৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷ এই সময়ের মধ্যে একক প্রার্থী হিসেবে গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও মনোনয়ন পত্র দাখিল করেন৷

অন্য কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ না করায় তিনি ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হচ্ছেন।

এরআগে, আগামী ১৯ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ৪ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷ নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান ও মোহাম্মদ এ হাফিজ৷

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।