ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শেয়ারবাজার

কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ

ঢাকা: কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বাভাবিক লেনদেন আপাতত বন্ধ রয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) সকাল থেকে এ ত্রুটির কারণে ব্রোকারেজ হাউজগুলো তাদের লেনদেন করতে পারছে না বলে ডিএসই সূত্রে জানা গেছে।

লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, কারিগরি সমস্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে। তবে আমাদের লোকজন কাজ করছে। দ্রুতই ঠিক হয়ে যাবে।

সকাল ১০ টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও ১০ টা ২৬ পর্যন্ত লেনদেন শুরু হয়নি। তবে ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, অনিবার্য কারণে লেনদেন করা সম্ভব হচ্ছে না। লেনদেন শুরু হলে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথারীতি সকাল ১০টা থেকে লেনদেন চলছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।