ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

সালতামামি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘শেখ বাড়ির’ পতন

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘শেখ বাড়ির’ পতন

খুলনা: বিদায়ের পথে ২০২৪। এই বছরে ঘটেছে অনেক আলোচিত ঘটনা-দুর্ঘটনা।

তবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো ও আওয়ামী লীগ সরকারের পতন সব আলোচিত ঘটনাকে ছাপিয়ে গেছে। গত গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বছরের বাকি ৫ মাসে দেশের অনেক কিছুই আমূল বদলে গেছে। তা থেকে পিছিয়ে ছিল না খুলনাও।

আর এই বদলে দেওয়ার পেছনে রয়েছে খুলনার আলোচিত ‘শেখ বাড়ি’। লাল প্রাচীরঘেরা খুলনা নগরের শেরেবাংলা রোডের দোতলা বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলক। কিন্তু সবাই একে ‘শেখ বাড়ি’ নামেই চেনেন।  

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। এই বাড়িকে ঘিরে যেসব কার্যকলাপ হতো, তা কেবল মাফিয়া গডফাদারদের নিয়ে নির্মিত সিনেমাতেই দেখা যায়। খুলনায় কি হবে আর কি হবে না - সব সিদ্ধান্তই আসতো এই বাড়ি থেকে।

গত ৪ ও ৫ আগস্ট কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর বাড়ির ইটের অবকাঠামো ছাড়া আর কিছু নেই। বাড়ির প্রতাপশালীরাও এখন পলাতক। যে কারণে স্বস্তি ফিরেছে খুলনাবাসীর মনে।

এছাড়াও আরও বেশ কয়েকটি ঘটনা খুলনা মহানগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।   

ভোট প্রতিরোধে বিএনপির কবরস্থানে শপথ
২০২৪ সালের ৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। এক তরফা পাতানো এ নির্বাচন প্রতিরোধ করতে কবরস্থানে গিয়ে শপথবাক্য পাঠ করে খুলনায় লিফলেট বিতরণ করে মহানগর বিএনপি। গত ৩ জানুয়ারি (বুধবার) দুপুরে টুটপাড়া কবরস্থানে নিহত ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া শেষে শপথবাক্য সম্পন্ন করেন বিএনপির নেতাকর্মীরা।

কুয়েটের ২১ শিক্ষার্থী বহিষ্কার
১৪ জানুয়ারি (রোববার) রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হলের বাইরে থাকা শিক্ষার্থীরা হলে ঢুকতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হন। ছাত্রলীগের দুই গ্রুপের এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় লালন শাহ হলের ২১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি ১২ শিক্ষার্থীর নাম উল্লেখ করে ৪০-৫০ জনের নামে মামলা দায়ের করা হয়।

দুই সন্তানসহ এক মায়ের ‘আত্মহত্যা’
২৭ জানুয়ারি (শনিবার) দুপুরে ডুমুরিয়ার ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের একটি বাড়ি থেকে দুই সন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলো কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার দুই শিশু সন্তান ৬ বছর বয়সী ফাতেমা ও ৭ মাস বয়সী ওমর।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময় ডলি বেগম তার দুই শিশুসন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন।

খুমেক থেকে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণ
২৮ জানুয়ারি (রোববার) খুলনায় ধর্ষণের শিকার এক নারীকে খুলনা মেডিকেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ফিল্মি স্টাইলে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়।

গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে ধর্ষণ
দেশজুড়ে আলোচিত ঘটনা এটি। গত ১১ ফেব্রুয়ারি (রোববার) রাত ৩টা থেকে ৪টার মধ্যে জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে বাড়িতে চুরি করতে গিয়ে চোখ-মুখে সুপারগ্লু দিয়ে এক গৃহবধূকে (৪৫) ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) ভর্তি করা হয়।

কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি
এ ঘটনাটিও দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। কুরিয়ার সার্ভিসের ফুলবাড়ী গেট শাখা থেকে ২৪ মার্চ (রোববার) দুপুর দেড়টার দিকে ফোনকলে জানানো হয়, আপনাদের নামে ডাকে চিঠি এসেছে। কুরিয়ার সার্ভিস থেকে কল পেয়ে আড়ংঘাটা থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২ জন প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী চিঠি রিসিভ করে একে একে চিঠির খামগুলো খুলে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। চিঠির ভেতর এক টুকরো সাদা কাগজের সঙ্গে পিনযুক্ত কাফনের কাপড় সাদৃশ্য। সাদা কাগজে লেখা ‘প্রস্তুত থাকিস’। এ ধরনের চিঠি পেয়ে ওই প্রতিষ্ঠানের ১০ জন ইন্সট্রাক্টর, একজন চালক, একজন অফিস সহকারী আতঙ্কিত হয়ে পড়েন।

খুলনার তৌফিকুলের সোমালিয়ার জলদস্যুদের কবলে থেকে মুক্তি
ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়ার জলদস্যুরা দখলে নেয়ার খবর ছিল বছরে সবচেয়ে আলোচিত ঘটনার একটি। জাহাজে জিম্মি ২৩ নাবিকের মুক্তি কীভাবে হবে - তা ছিল উদ্বেগের বিষয়। গত ১২ মার্চ জিম্মি হওয়া জাহাজটি ১৪ মে বিকেল পৌনে ৪টার দিকে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়।  

সে সময় ৫০ লাখ ডলার মুক্তিপণ দেওয়ার পর ২৩ নাবিককে ছেড়ে দেয় সোমালিয়ান দস্যুরা। তাদের মধ্যে একজন ওই জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম খুলনার বাসিন্দা। মুক্ত হয়ে তিনি গত ১৫ মে (মঙ্গলবার) খুলনার করিমনগরের বাড়িতে আসেন। তৌফিকুল ইসলাম খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার ২০/১ করিমনগর এলাকার মো. ইকবাল এবং দিল আফরোজ দম্পতির ছেলে। তৌফিকুলকে পেয়ে বাঁধভাঙা খুশির জোয়ার ওঠে করিমনগরে।

খুলনা-মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন চালু
১ জুন (শনিবার) ‘মোংলা কমিউটার’ ট্রেন প্রথমবারের মতো খুলনা-মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন যাত্রা করে। যা নতুন দিগন্তের সূচনা সৃষ্টি করে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।

প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
আত্মহত্যা করে ভালোবাসার সমাপ্তি টানেন প্রেমিক ব্রজ মণ্ডল (২২) ও প্রেমিকা প্রিয়াংকা মণ্ডল (২১)। খুলনা জেলার পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল ও কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মণ্ডলের ছেলে ব্রজ মণ্ডল। তারা পাইকগাছা উপজেলার গড়ইখালী শহীদ আইয়ুব-মুছা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

৩ জুলাই (বুধবার) গভীর রাতে উপজেলার গড়ইখালী ইউনিয়নে প্রিয়াংকা বাড়িতে নিজ ঘরে ও ব্রজ তার মামার বাড়ির পার্শ্ববর্তী বাড়ির একটি শিরীষ গাছে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস নেয়।

কোটা আন্দোলন থেকে সরকার পতন
সারা দেশের ন্যায় খুলনায়ও সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ৪ জুলাই (বৃহস্পতিবার) চার দফা দাবিতে জিরো পয়েন্ট মোড় অবরোধ করে অবস্থান নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে তাদের দাবি জানান দিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় জিরো পয়েন্টের চতুর্দিকের সড়কে যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলনে নামেন।

কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’- লেখা প্লাকার্ড নিয়ে খান জাহান আলী (র.) (রূপসা সেতু) সেতু অবরোধ করে রাখে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।

১০ জুলাই (বুধবার) সাচিবুনিয়া বিশ্বরোডে প্রথমে কিছুক্ষণ অবস্থান নেয় তারা। এরপর রূপসা সেতুতে অবস্থান নিয়ে অবরোধ করেছেন খুবির শিক্ষার্থীরা।

সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে খুলনার তিনটি পয়েন্টে মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবি এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার বিভিন্ন সড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবরোধে অংশ নেন সরকারি বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। জুলাই মাসজুড়েই সারা দেশের মতো খুলনায় আন্দোলন করেন শিক্ষার্থীরা।

৩১ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আহ্বান জানায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন।

খুলনায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল করার সময় সময় ১৭ জন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ। মহানগরীর রয়্যাল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস' কর্মসূচি সফল করতে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। মিছিলের পূর্ব মুহূর্তে ১৭ ছাত্রছাত্রীকে আটক করে পুলিশ।

২ আগস্ট (শুক্রবার) বিকাল ৩টা ১৫ মিনিটে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরো পয়েন্টের দিকে থেকে মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছুড়ে পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুলসংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয়। সংঘর্ষ চলাকালে টিয়ারসেল ও রাবার বুলেটে পাঁচ সাতজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের।

২ আগস্ট (শুক্রবার) সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে খুলনায় তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমন কুমার ঘরামি নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন এবং পুলিশসহ অর্ধশত ছাত্র আহত হয়েছেন।

খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ চলাকালে রণক্ষেত্রে পরিণত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ২ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-জনতা ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট-টিয়ার শেলের পাশাপাশি ছররা গুলি ছুঁড়তে শুরু করে। বন্ধুদের সঙ্গে সেই আন্দোলনে অংশ নেন খুলনার নর্দান ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ শাফিল। এসময় একাধিক স্প্লিন্টার শাফিলের চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুলি লাগায় তার বাঁ-চোখ নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ।

৪ আগস্ট (রোববার) দুপুর ১২টার দিকে মহানগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের বাসভবনে হামলার চেষ্টা করা হয়। ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’-কে ঘিরে খুলনায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল শেখ হাসিনার দেশত্যাগ করার একদিন আগেই ৪ আগস্ট খুলনার রাজপথ দখলে নিয়েছিল ছাত্র-জনতা। তাদের গণঅভ্যুত্থানের মুখে খুলনা ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী ও সাবেক এমপি-মন্ত্রীরা। ওইদিন বিক্ষোভের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয় খুলনার ক্ষমতার কেন্দ্রবিন্দু ‘শেখ বাড়ি’। গত ৪ ও ৫ আগস্ট খুলনা জেলা পরিষদ ও বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, খুলনা প্রেসক্লাব ভস্মীভূত হয়।

৪ আগস্ট (রোববার) সন্ধ্যায় খুলনা মহানগরীর খালিশপুরে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

৫ আগস্ট (সোমবার) শেখ হাসিনার পতনে খুলনার রাজপথে আনন্দ উল্লাস করছেন আন্দোলনকারীরাসহ সাধারণ জনতা। শহরের প্রতিটি অলিগলিতে আনন্দ মিছিল করছেন সাধারণ মানুষ। বিভিন্ন এলাকা থেকে জনস্রোত মহানগরীর শিববাড়ির দিকে এগোচ্ছে। ছাত্র-জনতা স্বতঃস্ফূর্ত স্লোগানে স্লোগানে উল্লাসে ফেটে পড়েন।

শেখ হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির তৃতীয়  দিন বৃহস্পতিবার  (১৫ আগস্ট) শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ উত্তাল হয়ে উঠে খুলনা। বিকেলে খুলনার শিববাড়ি মোড়ের শহীদ মুগ্ধ চত্বরে অবস্থান করে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজসহ বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী। ক্যাম্পাস খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শিববাড়ি মোড়ে এসে অবস্থান করে। পরে একে একে গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

ফ্যানে ঝুলিয়ে নির্যাতনের ১২ বছর পর মামলা
খুলনা সদর থানায় ছাত্রদল নেতাকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের আলোচিত ঘটনার ১২ বছর পর ১৫ সেপ্টেম্বর (রোববার) থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার ভুক্তভোগী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহমুদুল হক টিটো বাদী হয়ে খুলনা মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।

কলেজছাত্র হত্যা, ২১ জনের যাবজ্জীবন
৪ বছর ২ মাস ৩ দিন পর খুলনা মহানগরের খালিশপুরে কলেজছাত্র হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২ অক্টোবর (মঙ্গলবার) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আব্দুস ছালাম এ রায় ঘোষণা করেন।

বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু
খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুই শিশু হলো, রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)।

‘শেখ হাসিনা আবার আসবে’ প্রচারণায় খুলনা রেলস্টেশন
১৪ ডিসেম্বর (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’- খুলনা রেলওয়ে স্টেশন ভবনের প্রবেশ দ্বারের ডিজিটাল স্ক্রিনে এমন লেখা দিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রচারণা করা হয়।

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে এক নারীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার জন্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে প্রথম রেল যাত্রা
পদ্মাসেতু দিয়ে খুলনা থেকে ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস প্রথম যাত্রায় ২৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

ছাত্রদের ওপর হামলার নেতৃত্বদানকারী সজল গ্রেপ্তার
জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার নেতৃত্বদানকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি রণবীর বাড়ৈ সজলকে মোংলা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বেলা ১২টায় তাকে আদালতে আনা হলে সেখানে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন ও ডিম ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশকে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।